লিওনেল মেসিকে বরাবরই শান্ত, ভদ্র এবং ঠান্ডা মেজাজের ফুটবলার হিসেবে চেনেন সবাই। আসলেই কি তাই? রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক জের্জি দাদেক এবার বোমা ফাটালেন আর্জেন্টাইন খুদেরাজকে নিয়ে।
তার দাবি, যে মেসিকে এত ভদ্র দেখা যায় সে মেসি ভেতরে ভেতরে একদম অন্যরকম, যা কিনা মানুষ বিশ্বাসও করতে পারবে না। সাবেক বার্সা সুপারস্টারকে প্রতারক এবং যন্ত্রণাদায়কও বললেন দাদেক।
সামনেই আরেকটি এল ক্লাসিকো। মেসি বরাবরই এই মর্যাদার লড়াইয়ের বড় আকর্ষণ ছিলেন। তিনি পিএসজিতে চলে যাওয়ায় অনেকটাই রং হারিয়েছে লা লিগার লড়াইটি। কিন্তু মেসির কান্ডকীর্তি এখনও ভোলেননি সাবেক রিয়াল গোলরক্ষক দাদেক।
আত্মজীবনীতে এল ক্লাসিকোর স্মৃতি আওড়াতে গিয়ে মেসিকে রীতিমত ধুয়ে দিয়েছেন দাদেক। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওলা। মেসি-গার্দিওলার যে জুটিকে মনে রেখেছে ফুটবল বিশ্ব।
কিন্তু দাদেক মনে রেখেছেন নেতিবাচক কারণে। তিনি বলেন, ‘সে (মেসি) ছিল প্রতারক এবং যন্ত্রণাদায়ক। বার্সেলোনা এবং পেপ গার্দিওলাও তাই। তারা খোঁচানোর জন্য প্রস্তুতই থাকতো এবং সেটা করতো নিখুঁতভাবে। তারা হোসে মরিনহো (রিয়ালের তখনকার কোচ) এবং তার দলকে ভীষণ কষ্ট দিতো।’
রিয়ালের সাবেক দুই ডিফেন্ডার পেপে এবং রামোসের সঙ্গে মেসির আচরণের প্রসঙ্গ টেনে দাদেক বলেন, ‘আমি পেপে আর রামোসের সঙ্গে মেসিকে এমন সব অসভ্যতা করতে দেখেছি যে, আপনি হয়তো তার মত ভদ্র এবং দেখতে ভালো মানুষ মনে হওয়া কারো কাছ থেকে এটা কল্পনাও করতে পারবেন না।’