২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩২
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:৩২

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

করোনাভাইরাসে আক্রান্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পূর্ণিমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ নায়িকা নিজেই শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। 

এই অভিনেত্রী আজ তার পোস্টে লেখেন, ‌‘কভিড পজিটিভ’। সঙ্গে মুখে মাস্ক পরিহিত একটি ইমোজিও জুড়ে দিয়েছেন।

পূর্ণিমা জানান, গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। তার ফল পেয়েছেন পজিটিভ। আপাতত তিনি বাসাতে বিশ্রামে আছেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চলছেন।

সবার কাছে দোয়া চেয়েছেন সুস্থতার জন্য।

পূর্ণিমা বর্তমানে ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন। কনটেন্ট ক্রিয়েটরদের নানান প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার জন্য এটি আয়োজন করছে ‘টফি’ অ্যাপ। সেখানে পূর্ণিমার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।

প্রসঙ্গত, পূর্ণিমা অভিনীত নতুন একটি সিনেমা মুক্তি পেয়েছে গত ৩১ ডিসেম্বর। সিনেমার নাম ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বেগম ফজিলাতুন নেছার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমাটি কেবল বগুড়ার মধুবন সিনেমা হলে মুক্তি পেয়েছে।

Facebook
Twitter
LinkedIn