ইনজুরির কারণে বিপিএলের শুরু থেকে মাশরাফি বিন মুর্তজাকে পায়নি মিনিস্টার গ্রুপ ঢাকা। ইনজুরি কাটিয়ে গতকাল পুরো উদ্দ্যমে বোলিং করেছেন মাশরাফি। ম্যাচ খেলার জন্য ফিট সাবেক এ অধিনায়ক। দলটির ফিজিও এনামুল হক গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। আজ মাশরাফিকে নিয়েই বিপিএলে প্রথম জয়ের সন্ধানে খেলতে নামবে মাহমুদউল্লাহর দল।
টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে ঢাকা। জয়ের খাতা খোলার মিশনে ঢাকার সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ আজ তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। জয়ে বিপিএল শুরু করা বরিশাল শিবিরে গতকাল যোগ দিয়েছেন ক্রিস গেইল। আজ মাঠেও নামতে পারেন তিনি। মিরপুর স্টেডিয়ামে ঢাকা-বরিশাল ম্যাচটা শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
তামিম ইকবালের দুই হাফ সেঞ্চুরির পরও টানা দুটি ম্যাচ হেরেছে মাহমুদউল্লাহ বাহিনী। প্রথম ম্যাচে ১৮৩ রান করেও খুলনা টাইগার্সের কাছে হেরেছিল তারকা ভরপুর ঢাকা। দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৬১ রান তাড়া করতে পারেনি দলটি।
এদিকে করোনায় আক্রান্ত লেগ স্পিনার রিশাদ হোসেনের বদলি হিসেবে আরেক লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে দলে নিয়েছে ঢাকা। গতকাল একাডেমি মাঠে অনুশীলনও করেছেন বিপ্লব।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ শুরু হবে সাড়ে ৫টায়। গতকাল খুলনা দলে যোগ দিয়েছেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান সিকান্দার রাজা। দুই ম্যাচে চট্টগ্রামের জয় একটি, নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল খুলনা। দুই দলের জয় এসেছে ঢাকার বিপক্ষে।