২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩৫
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩৫

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

দুয়ারে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। বৃহস্পতিবার চূড়ান্ত হয়ে গেলো সিরিজটির সূচিও। এই সিরিজের ওয়ানডেগুলো হবে চট্টগ্রামে, আর ঢাকায় হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচদুটো। সম্প্রতি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সীমিত ওভারের সিরিজ খেলতে ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। কিন্তু সফরকারী দল কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে একটু আগে ভাগেই ঢাকা আসছে। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলতে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সফরের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেছে।

সর্বশেষ ২০১৯ সালে বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান। সেবার জিম্বাবুয়ে ও বাংলাদেশের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল। ওই সিরিজ শেষে চট্টগ্রামে একমাত্র টেস্টে অংশ নিয়েছিল তারা। এবারের সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি থাকলেও টেস্ট থাকছে না। সিরিজ শুরুর আগে সিলেটে এক সপ্তাহের ক্যাম্প করবে আফগানিস্তান।

আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে আটে থাকতে হবে। দুই দলেরই লক্ষ্য সেদিকে। এজন্য আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই দলের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পয়মন্ত ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ঢাকাতে। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ম্যাচ দুটো। ওয়ানডে সিরিজ শুরু হবে সকাল ১১ টায়। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বেলা তিনটায়।

চট্টগ্রামে ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে স্পিন সহায়ক উইকেটে খেলার ভুল থেকে শিক্ষা নিয়েছে বাংলাদেশ। তাই এবার প্রাণবন্ত উইকেটে খেলার ভাবনা, যাতে ব্যাটাররা রান করতে পারেন। মিরপুরে আপাতত সেই নিশ্চয়তা নেই বলেই ওয়ানডে সিরিজ চলে গেছে চট্টগ্রামে।

আইসিসির ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থায় আছে দুই দলই। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট ৮০। আফগানিস্তানের ৬ ম্যাচে জয় ৬টিতেই। পয়েন্ট ৬০। পয়েন্ট তালিকায় বাংলাদেশ এখন দুইয়ে অবস্থান করছে। আফগানিস্তান পাঁচে।

একনজরে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সূচি:
২৩ ফেব্রুয়ারি | প্রথম ওয়ানডে | চট্টগ্রাম
২৫ ফেব্রুয়ারি | দ্বিতীয় ওয়ানডে | চট্টগ্রাম
২৮ ফেব্রুয়ারি | তৃতীয় ওয়ানডে | চট্টগ্রাম
৩ মার্চ | প্রথম টি-টোয়েন্টি | ঢাকা
৫ মার্চ | দ্বিতীয় টি-টোয়েন্টি | ঢাকা

Facebook
Twitter
LinkedIn