হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্ট সিওমারা ক্যাস্ত্রো কভিডে আক্রান্ত। নতুন প্রেসিডেন্ট হিসেবে কয়েকদিন আগে শপথ নিয়েছেন এই বামপন্থী নেত্রী। খবর: রয়টার্স।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট নিজেই। এক টুইট বার্তায় তিনি জানান, তার মৃদু উপসর্গ রয়েছে এবং তিনি আইসোলেশনে থেকে কাজ চালিয়ে যাবেন।
গত বছর নভেম্বরে হন্ডুরাসে নির্বাচন হয়। এতে জয়লাভ করে ডানপন্থী ন্যাশনাল পার্টির ১২ বছরের শাসনের অবসান ঘটান সিওমারা। এর আগে ২০০৯ সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে তার স্বামী ম্যানুয়েল জেলায়াকে প্রেসিডেন্টের পদ থেকে উৎখাতের পর ন্যাশনাল পার্টি ক্ষমতায় বসেছিল।
হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট ও সিওমারার স্বামী ম্যানুয়েল জেলায়া বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্টের করোনার টিকা নেয়া আছে। সিওমারা বলেন, দেশকে গণতান্ত্রিক ও সাংবিধানিক শৃঙ্খলায় ফিরিয়ে নিয়ে আসতে আমার সরকারের পরিকল্পনাগুলো নিয়ে কাজ চালিয়ে যাব।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গত সপ্তাহ থেকে সরকারি কার্যক্রম শুরু করেন সিওমারা। বাসিলিসা শহরে গত মঙ্গল ও বৃহস্পতিবার মাতা মেরির (যিশু খ্রিষ্টের মা) আবির্ভাবের ২৭৫তম বর্ষপূর্তি উদযাপনে যোগ দিয়েছিলেন তিনি।
হন্ডুরাসে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ কভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে সাড়ে ১০ হাজার মানুষের।
তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই গত মাসে হন্ডুরাসে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাই তাইপেতে ফেরার পর তিনি কোয়ারেন্টাইনে ছিলেন। এখন ভালো আছেন।