সীমান্ত সজল’ র রচনা ও পরিচালনায় টেলিফিল্ম “জননী ও গর্বিত বর্ণমালা” দেখবেন আজ দুপুর ৩:০৫ মিনিটে চ্যানেল আইতে।
ভাষা ও দেশপ্রেম নিয়ে এই বিশেষ টেলিছবির গল্প, রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ব্যতিক্রমী নির্মাতা সীমান্ত সজল। বরাবর বিশেষ দিন আসলেই আমরা এই বিচক্ষণ পরিচালকের নাটক ও টেলিমুভি দেখে থাকি। এবারও মহান ভাষার মাসে তিনি উপহার দিচ্ছেন, ” জননী ও গর্বিত বর্ণমালা” টেলিফিল্ম।
এই নির্মাণ নিয়ে নির্মাতার মনের সংলাপ তিনি বর্ণমালার ভালোবাসায় যেভাবে প্রকাশ করেছেনঃ ” আমি বরাবরই বিশেষ দিবসের বিশেষ নাটক মেকিং করতে স্বাচ্ছন্দ বোধ করি। বিশেষ দিবসের বিশেষ কাজ করার জন্য আমি দুই তিন মাস আগে থেকেই মানসিক প্রস্তুতি নিয়ে লেখাপড়া করে গবেষণা করে কাজ করে থাকি। এবারও বিশেষ কিছু করার চেষ্টা। আশা করি পাশে থাকবেন। ভালোবাসবেন। দেখবেন আমার এই কষ্টের ফসল”
টেলিফিল্মটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন – জয়ন্ত চট্টোপাধ্যায়, রওনক হাসান ও মৌসুমী হামিদ। আরও আছেন- সাজু মেহেদী, কেএস রবিন, এমবিএইচ সাদ্দাম, ইউসুফ হোসাইন, শিশুশিল্পী আরিয়া অরিত্রা, টোকাই নাট্যদলের ১০ জন শিশুশিল্পী, কাজী সালিমুল হক কামাল, রাশেদ শিকদার, তৌফিক আহমেদ, লিটন রহমান, লিও সাইফ, মাসুদ পারভেজ, আকাশ পাল, সাব্বির হোসাইন, শেখ সাদিকুল ইসলাম, জাহিদ আশিক, এবি পিয়াস, অর্ক মাল্লা, গোলাম রাব্বি, সুজাতা রায়।।
“জননী ও গর্বিত বর্ণমালা” সবাইকে দেশের টানে দেশের প্রেমে উজ্জীবীত হয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতা সীমান্ত সজল।।
মারুফ আহমেদ, বিশেষ প্রতিনিধি।