তিন ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টাইগারদের এই সফরের জন্য সূচি ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। আগামী ১৮ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। শেষ টেস্টটি মাঠে গড়াবে ৮ এপ্রিল। ওয়ানডে সিরিজটি সুপার লিগের অংশ। টেস্ট সিরিজটি চ্যাম্পিয়নশিপের।
আগামী ৫ মার্চ ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ শেষ হবে টাইগারদের। এরপর বিশ্রামের খুব বেশি সুযোগ নেই, ধরতে হবে দক্ষিণ আফ্রিকার বিমান।
সূচি অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই, ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ দুই দলের প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ।
ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। আগামী ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল, যে ম্যাচের ভেন্যু পোর্ট এলিজাবেথ।
ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ানডে: ১৮ মার্চ, শুরু বিকাল ৫টায়, সেঞ্চুরিয়ন।
দ্বিতীয় ওয়ানডে: ২০ মার্চ, শুরু দুপুর ২টায়, জোহানেসবার্গ।
তৃতীয় ওয়ানডে: ২৩ মার্চ, শুরু বিকাল ৫টায়, সেঞ্চুরিয়ন।
টেস্ট সিরিজের সূচি
প্রথম টেস্ট: ৩১ মার্চ, শুরু দুপুর ২টায়, ডারবান।
দ্বিতীয় টেস্ট: ৮ এপ্রিল, শুরু দুপুর ২টায়, কেবেরা।