বাংলাদেশ সময় সাড়ে ১২টায় শুরু হয় আইপিএল-২০২২ আসরের মেগা নিলাম। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে জমকালো এ অনুষ্ঠান।
প্রথম নিলামে ওঠে শিখর ধাওয়ানের নাম। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন তিনি। এবার তাকে আর ধরে রাখেনি তারা।
ধাওয়ানকে এই আসরে ৮ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের দ্বিতীয় বিক্রিত নাম রবিচন্দ্রন অশ্বিন। তারও ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এবার ৫ কোটি রুপিতে তিনি গেছেন রাজস্থান রয়্যালস।
এর আগে দল পেয়েছেন-
কলকাতা দলে রয়েছেন আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আয়ার, সুনীল নারাইন এবং বরুণ চক্রবর্তী। চেন্নাই রেখেছে রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিংহ ধোনি, মইন আলি এবং রুতুরাজ গায়কোয়াড়কে।
মুম্বাই দলে আছেন রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব এবং কায়রন পোলার্ড। পঞ্জাব রেখেছে ময়ঙ্ক অগ্রবাল এবং আর্শদীপ সিংহকে। হায়দরাবাদ দলে রইলেন কেন উইলিয়ামসন, উমরান মালিক এবং আব্দুল সামাদ।
রাজস্থানে থাকছেন সঞ্জু স্যামসন, জস বাটলার এবং যশস্বী জয়সবাল। ব্যাঙ্গালোর দলে রেখে দিল বিরাট কোহলী, গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজকে। দিল্লি দলে রইলেন ঋষভ পন্থ, অক্ষর পটেল, পৃথ্বী শ এবং এনরিখ নোখিয়া।
লখনউ দল নিয়েছে লোকেশ রাহুল, মার্কাস স্টোইনিস এবং রবি বিষ্ণোইকে। গুজরাট নিয়েছে হার্দিক পাণ্ড্য, রশিদ খান এবং শুভমন গিলকে।