২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৫২
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:৫২

৭০ বছর পর ১০০ নিচে অলআউট প্রোটিয়ারা

ম্যাট হেনরির আগুনে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে অলআউট করেছে নিউজিল্যান্ড। এরপর ব্যাটিং করতে নেমে তিন উইকেটে ১১৬ রান করেছে স্বাগতিকরা। ২১ রানের লিড নিয়ে প্রথম দিনেই ক্রাইস্টচার্চ টেস্টের নিয়ন্ত্রণ নিয়েছে টম লাথামের দল।

টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯৩২ সালের পর এবারই প্রথম একশর নিচে অলআউট সাউথ আফ্রিকা। হেনরির দাপটে এদিন যেন ব্যাটিংই ভুলে যায় দক্ষিণ আফ্রিকা। দলটির মাত্র চার ব্যাটার ছুঁতে পেরেছেন দুই অঙ্ক। তারা হলেন, জুবাইর হামজা (২৫), কাইল ভেরিনি (১৮), এইডেন মার্করাম (১৫) ও সারেল এরয়ে (১০)।

হেনরির বোলিং ফিগার ছিল এরকম, ১৫ ওভারে সাতটি মেডেন দিয়ে মাত্র ২৩ রান খরচায় সাতটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, কাইল জেমিসন ও নেইল ওয়াগনার।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কিউইদেরও। দলীয় ৩৬ রানের মধ্যে উইল ইয়ং ও লাথামের উইকেট হারায় স্বাগতিকরা। ইয়ংকে আট রানে মার্কো জানসেন ও লাথামকে ১৫ রানে ডুয়ান অলিভিয়ের বিদায় করেন। তারপর ৭৫ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস। দিনের শেষভাগে এসে বিদায় নেন কনওয়ে। ৩৬ রান করে অলিভিয়েরের বলে বোল্ড হন তিনি। নিকোলস ৩৭ ও নাইটওয়াচম্যান ওয়াগনার ২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন।

Facebook
Twitter
LinkedIn