২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৩
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৩

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করা হলো।

পঞ্চগড়-রাজশাহী-পঞ্চগড় রেলপথে নতুন সংযোজন বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করা হলো। আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পঞ্চগড়-রাজশাহী ট্রেনটি উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধা এক্সপ্রেসের উদ্বোধন করলেও শুক্রবার সকাল থেকে ট্রেনটি পঞ্চগড়-রাজশাহী-পঞ্চগড় রেলপথে নিয়মিত যাতায়াত করবে। বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ৮টায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন ছেড়ে যাবে এবং বিকেল ৫টা ১০ মিনিটে রাজশাহী পৌছাবে। আবার রাত ৯টা ১৫ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ভোর ৫টা ১০ মিনিটে পঞ্চগড় পৌছাবে। যাত্রাপথে ট্রেনটি পঞ্চগড় ও রাজশাহী ছাড়াও আরও ১৯টি স্টেশনে যাত্রাবিরতি করবে। নতুন এই ট্রেনটিতে আসন রয়েছে ৭৬৪টি।

Facebook
Twitter
LinkedIn