মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি- মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ হাজার মাস্ক, শিক্ষা উপকরন ও পুষ্টি খাদ্য বিতরন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল ৪ঃ৩০ মি. এর সময় শ্রীনগর উপজেলা অডিটোরিয়াম এ ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের উদ্যোগে এ অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সমাজ সেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল বাকী।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সুজন সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি আব্দুল লতিফ মিয়া, সি. সহ-সভাপতি আলহাজ্ব আঃ জলিল পাঠান, সাঃসম্পাদক মাসুদ খান ডালু, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন, দপ্তর সম্পাদক দেওয়ান আবুল হাশেম। ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদ এর উপদেষ্টা ও দাতা সদস্য হাজী মোঃ এনায়েত হোসেন মৃধা, সিঃ সহ সভাপতি শহিদুল ইসলাম বাবু, সহ সভাপতি আদিলুর রহমান আদিল, সাধারণ সম্পাদক রিমন হোসেন, ক্রীড়া সম্পাদক ও দাতা সদস্য রাকিবুল হাসান, দপ্তর সম্পাদক তানভীর ইসলাম রাফি, দাতা সদস্য সাগর বেপারি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুসদী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল লতিফ আতহারী, হেরার আলো তা’লিমুল কুরআন নূরানী মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ মমিন, মাওলানা মোঃ মিজবাহ, বিসমিল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক আবুল কালাম, শ্রীনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইব্রাহিম হোসেন রাতুল, সাংবাদিক ফরহাদ হোসেন জনি প্রমূখ। অনুষ্ঠানে ২১,০০০/- মাস্ক বিতরণের উদ্বোধন করা হয়, প্রতিবন্ধীদের মাঝে পুষ্টি খাদ্য সামগ্রী, শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম-পেন্সিল, রাবার-কাটার ও পুষ্টি খাদ্য বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে ফ্রেন্ডস সমাজকল্যাণ সংসদের চেয়ারম্যান মোঃ জসিম মোল্লা অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষকে ক্রেষ্ট দিয়ে সম্মানিত করা হয়।