মার্চে ফিফা প্রীতি ম্যাচ। আর জুনে এশিয়ান কাপের আসল লড়াই মালয়েশিয়ায়। তার আগে ২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে ওদের দেশে গিয়ে খেলবে জামাল ভূঁইয়ারা। আর বাংলাদেশে ফিরে সিলেটে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে ২৯ মার্চ। ম্যাচ দুটির সঙ্গে এশিয়ান কাপের ভাবনা নিয়ে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন গতকাল (২৬ ফেব্রুয়ারি) তার কোচিং স্টাফদের ডেকে পাঠিয়েছিলেন। জানতে চেয়েছিলেন তাদের পরিকল্পনা। কীভাবে নিরবচ্ছিন্নভাবে অনুশীলন করা যায়। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এবং টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পলস্মলি এবং সহকারী কোচ মাসুদ কায়সার ছিলেন সেখানে।
জাতীয় দলের প্রস্তুতির জন্য টানা সময় চান কোচিং স্টাফ। ভেঙে ভেঙে ফাঁকে ফাঁকে অনুশীলন হোক সেটি চান না কোচ হ্যাভিয়ের। কীভাবে এটি করা যায় তার একটা সহজ পথ বাতলে দিয়েছেন পাশে বসা পলস্মলি। তিনি জানিয়ে দিয়েছেন, ২৪ থেকে ২৯ মার্চের আগে ঢাকায় যে প্রস্তুতি পর্ব চলবে, ঠিক ওই সময় প্রিমিয়ার লিগের নবম পর্ব চলবে। লিগের কারণে যদি জাতীয় দলের প্রস্তুুতি বন্ধ হয় তাহলে মালদ্বীপ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে প্রস্তুতিটা ভালো হবে না। কোচিং স্টাফ এবং বাফুফে সভাপতি একটা মতে এসেছেন, লিগের খেলা বন্ধ করা যাবে না। লিগ চলাকালীন জাতীয় দলের প্রস্তুতিও চলবে। কারণ, এই প্রস্তুতিমূলক ম্যাচ দুটি শুধুই প্রীতি ম্যাচ নয়। জুনে এশিয়ান কাপের চূড়ান্ত দল গঠনের পরিকল্পনা। জুন উইন্ডোতে এশিয়া কাপের চূড়ান্ত বাছাইয়ে সেরা প্রস্তুতি নিতে হেড কোচ হ্যাভেয়ার ক্যাবরেরাকে নির্দেশনা দিলেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। মার্চে উইন্ডো সামনে রেখে প্রস্তুতির জন্য স্থগিত করা হবে না লিগের নবম রাউন্ডের খেলা। মার্চ ফিফা উইন্ডোতে ২৪ মার্চ মালদ্বীপ ও ২৯ মার্চ মঙ্গলীয়ার বিপক্ষে ম্যাচ। তবে বাফুফে সভাপতি গুরুত্ব দিচ্ছেন জুন উইন্ডোর এশিয়ান কাপের চূড়ান্ত বাছাইয়ে ভালো করতে।
সভা শেষে টেকনিক্যাল পলস্মলি, টেকনিক্যাল ডিরেক্টর সংবাদ মাধ্যমকে বলেন, ‘সভাপতি আমাদের ডেকেছিলেন। খোলামেলা আলোচনা হলো। তিনি চান আমরা এশিয়ান কাপের জন্য ভালো প্রস্তুতি নেই। কারণ, আমাদের প্রতিপক্ষরা বেশ শক্তিশালী।’
এশিয়ান কাপের আগে বসুন্ধরা কিংস কলকাতায় এএফসি কাপ ফুটবলে খেলবে। জাতীয় দলের একাধিক ফুটবলার রয়েছেন বসুন্ধরা কিংসে। ১৮, ২১ এবং ২৪ মার্চ বসুন্ধরার খেলা। গ্রুপিং হয়ে গেছ।| ফিকশ্চার ঘোষণাও হয়ে গেছে। জাতীয় দলের একাধিক ফুটবলার খেলবেন এএফসি ক্লাব কাপে। পলস্মলি বললেন, ‘জাতীয় দলে সুযোগ পাওয়াদের মধ্যে যারা এএফসি ক্লাব কাপে খেলবেন, তাদের সে অভিজ্ঞতা এশিয়ান কাপে কাজে লাগবে। এটা একটা ভালো দিক।’