বিএনসিসি, ইউটিসি, ইউওটিসি’র এক্স ক্যাডেটদের নিয়ে গঠিত বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) গঠিত, ১৯৮২ সালের ২৮ ফেব্রুয়ারী সালে গঠিত হয়। সেবা ধর্মী এই সংগঠনটি গঠিত হয়ে আজ ৪০ বছর পূর্ণ করে। মুন্সিগঞ্জ জেলা ইউনিট এর উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি ২০২২ সোমবার, বেলা ১১ ঘটিকায় সরকারি শ্রীনগর কলেজের একাউন্টটিং বিভাগে বেকা মুন্সিগঞ্জ ইউনিট এর পক্ষ থেকে সংগঠন সভাপতি এক্স সিইও মোঃ জসিম মোল্লা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শ্রীনগর কলেজ বিএনসিসির পিইউও সহকারী অধ্যাপক জাকারিয়া কাইউম। কেক কেটে, মিষ্টি খাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর পরে শ্রীনগর কলেজের ছাত্র/ছাত্রীদের মাঝে ঘুরে-ঘুরে মাস্ক বিতরণ করা হয়। এক্স ক্যাডেটদের মধ্যে উপস্থিত ছিলেন এক্স সার্জেন্ট আশা আক্তার, আফরোজা আক্তার কলি, আনোয়ার হোসেন, শেখ নুর আলম অভি, এক্স কর্পোঃ সজল কুমার দাস, এক্স সিইও মোখলেছুর রহমান সাগর, এক্স সার্জেন্ট মুন্না, সাদিয়া আফরিন, কর্পোঃ আনিকা আক্তার, রোজিনা আক্তার, ঐশি আক্তার, সার্জেন্ট সিফাত মৃধা, পিয়ন্তি শিকদার, রাতুল, শামিম শেখ প্রমূখ।