আফগানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন মুশফিকুর রহিম।
বুধবার (২ মার্চ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন তিনি। ফলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুশফিকের খেলা নিয়ে থাকল অনিশ্চয়তা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসেন সাংবাদিকদের বলেন, ‘চোট পাওয়ার পরপর তার আঙ্গুলে স্ক্যান করানো হয়েছে। তবে গুরুতর কিছু দেখা যায়নি। অবশ্য সেখানে এখনো ব্যথা অনুভব করছেন। তাই রাত পর্যন্ত মুশফিককে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর তার অবস্থা দেখে আগামীকালের ম্যাচে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিবে টিম ম্যানেজমেন্ট।’
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে দল থেকে বাদ পড়ার পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজে টাইগার দলে ফিরেছিলেন মুশফিক। এখন ইনজুরিতে তার খেলা নিয়ে দেখা দিচ্ছে শঙ্কা।