নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লড়ছে বাংলাদেশের বাঘিনীরা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। টস জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ফারিহা তৃষ্ণার দুর্ধর্ষ বোলিংয়ে শুরু থেকে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। সপ্তম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর আরো দুটি উইকেট পান তিনি। জাহানারা আলম তুলে নেন আরো দুটি। ফলে ২০৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার নারী দল।
ব্যাট হাতে ক্রিজে নেমে দুর্দান্ত সূচনা করেছেন দুই উদ্বোধনী ব্যাটার শারমিন সুলতানা ও শারমিন আক্তার। এই জুটির সংগ্রহ যখন ৬৯, তখন ভাঙন ধরান আংবোঙা খাকা। শারমিন সুলতানাকে ২৭ রানে সাজঘরে ফেরান তিনি। এরপর ২১.৩ ওভারে শারমিন আক্তারকেও ফেরান তিনি। মোরশেদা খাতুন তার তৃতীয় শিকার।
এখন ক্রিজে আছেন ফারজানা হক ও রোমানা আহমেদ।
দলের সংগ্রহ ৩ উইকেটে ৮৪ রান।