ক্রিকেটকে যারা ভিন্নমাত্র দিয়েছেন। জনপ্রিয় করেছেন আলাদাভাবে। তাদের মধ্যে অন্যতম শেন ওয়ার্ন। তিনি প্রথমবারে বিশ্বকে অবাক করেছিলেন ১৯৯৩ সালে। সেবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ছিলেন তিনি। নিজের জাত চিনিয়ে ছিলেন প্রথম বলেই । ইংলিশ ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে বোল্ড আউট করেছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে এ কিংবদন্তি স্পিনার ১৪৫টি ম্যাচ খেলেছেন। উইকেট তুলে নিয়েছেন ৭০৮টি।
কিন্তু মাইক গ্যাটিংকে করা সেই আউটের কথা সারাজীবনের জন্য সকল ক্রিকেট ভক্তদের মনে গেঁথে যায়। তার সেই উইকেটটি বল অব দি সেঞ্চুরি বা শতাব্দীর সেরা বল হিসেবে স্বীকৃতি পায়।
সেবারই প্রথমবারের মতো ইংল্যান্ড বিপক্ষে অ্যাশেজ সিরিজে খেলতে নামেন ওয়ার্ন।
আর প্রথম দেখাতেই, প্রথম বলেই বাজিমাত করেন তিনি। বুঝিয়ে দেন স্পিন দিয়ে ক্রিকেট বিশ্বকে শাসন করবেন।
অ্যাশেজ সিরিজে করা শেন ওয়ার্নের ওই বলে যে আউট হবেন সেটি কল্পনাতেও আনেননি মাইক গ্যাটিং।
অল্প একটু দৌড় দিয়ে নিজের হাতের কব্জির জাদু দিয়ে লেগ স্ট্যাম্পের অনেক বাইরে বলটি ফেলেন ওয়ার্ন। ফলে বলটি খুব বেশি বাঁক নিলে ব্যাটে এসে লাগবে এমনটি ভাবেন গ্যাটিং। কিন্তু ওয়ার্নের করা সেই বল এতটাই বাঁক নেয় যে গ্যাটিংয়ের স্ট্যাম্পই উড়ে যায়।