২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:১১
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:১১

চালু হলো ই-সিম, জেনে নিন সাপোর্ট করবে কোন ফোনে

দেশে প্রথমবারের মতো গ্রামীণফোন নিয়ে এসেছে ই-সিম। নরমাল সিম হচ্ছে প্লাস্টিক ও বিভিন্ন উপাদানে তৈরি একধরণের বস্তু। আর ই-সিম হচ্ছে অনেকটা মোবাইল অ্যাপের মতো, যা স্মার্টফোনে কিআর কোড স্ক্যানের মাধ্যমে অ্যাকটিভ করে ব্যবহার করতে হয়। বাজারে প্রচলিত সকল মোবাইল হ্যান্ডসেট ই-সিম সমর্থন করে না। জেনে নেওয়া যাক কোন কোন স্মার্টফোন ই-সিম সাপোর্ট করে।
 
গ্রামীণফোনের ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, আইফোন ১৩, আইফোন ১২, আইফোন ১১ সিরিজ, আইফোন এসই, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্সআর, আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি (চতুর্থ প্রজন্ম), আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি (তৃতীয় প্রজন্ম), আইপ্যাড প্রো ১১ ইঞ্চি (দ্বিতীয় প্রজন্ম), আইপ্যাড প্রো ১১ ইঞ্চি (প্রথম প্রজন্ম), আইপ্যাড এয়ার (চতুর্থ প্রজন্ম), আইপ্যাড এয়ার (তৃতীয় প্রজন্ম), আইপ্যাড (অষ্টম প্রজন্ম), আইপ্যাড (সপ্তম প্রজন্ম), আইপ্যাড মিনি (পঞ্চম প্রজন্ম)’র স্মার্টফোনে ই-সিম সাপোর্ট করবে। এছাড়া স্যামসাং এবং গুগলের অনেক ফোনেও ই-সিম সমর্থন করবে।

গ্রামীণফোন বলছে, স্যামসাং গ্যালাক্সি এস২২ ফাইভজি, স্যামসাং আলট্রা ফাইভজি এস২২+, স্যামসাং ফোল্ড এলটিই, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড থ্রি ফাইভজি, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ফাইভ জি, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ, স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড টু ফাইভজি, স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ই-সিম সাপোর্ট করবে।

আর গুগলের গুগল পিক্সেল সিক্স প্রো, গুগল পিক্সেল সিক্স, গুগল পিক্সেল ফাইভ-এ ফাইভজি, গুগল পিক্সেল ফাইভ, গুগল পিক্সেল ফোর এ, গুগল পিক্সেল ফোর, গুগল পিক্সেল থ্রি, গুগল পিক্সেল টু হবে ই-সিম সাপোর্টেড।

এছাড়া এই লিংকে ক্লিক করেও বিস্তারিত তালিকা জেনে নেওয়া যাবে। লিংক https://www.grameenphone.com/list-of-esim-supported-handsets

 

Facebook
Twitter
LinkedIn