২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:২৪
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:২৪

৩১ মার্চ ফাইভজি স্পেকট্রাম নিলাম, ছয় মাসের মধ্যে ফাইভজি চালুর বাধ্যবাধকতা

দেশের মোবাইল অপারেটরগুলো ফাইভজি চালু করতে প্রয়োজনীয় স্পেকট্রাম আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ইতিমধ্যে বিটিআরসি নিলামে অংশগ্রহণকারীদের আবেদন নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।বিটিআরসি সূত্র বলছে, এবারের অকশন ‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’  নামে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতি মেগাহাটর্জ স্পেকট্রামের ফ্লোর প্রাইস ৬ মিলিয়ন ডলার বা ৫১ কোটি ৯০ লাখের বেশি। 

নিলামের দিন থেকে ছয় মাসের মধ্যেই স্পেকট্রাম ক্রয়কারীদের বাধ্যবাধকতা দেয়া হবে বলে জানা গেছে। 

এবারের নিলাম অনুষ্ঠিত হবে মোট ১৮ ব্লকে। ৩ দশমিক ২ গিগাহার্টজ বা ২৩০০-২৪০০ মেগাহার্টজে ৬টি ব্লক এবং ২ দশমিক ৬ গিগাহার্টজে বা ২৫০০-২৬৯০ মেগাহার্টজে ১২ টি ব্লক রয়েছে।

২৩০০-২৪০০ মেগাহার্টজে প্রতি ব্লকে ১০ মেগাহার্টজ করে স্পেকট্রাম নিলাম হবে। ২৫০০-২৬৯০ মেগাহার্টজেও প্রতি ব্লকে ১০ মেগাহার্টজ করে স্পেকট্রাম উঠবে।

Facebook
Twitter
LinkedIn