দফায় দফায় বোমা হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছের শহরগুলোতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সেখানকার অধিবাসীরা কোনো রকম প্রাণ নিয়ে পালানোর চেষ্টা করছেন। কিয়েভ থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমের ছোট্ট শহর ইরপিনে রোববার থেকে শুরু হওয়া আর্টিলারি এবং বোমা হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সেখান থেকে প্রাণভয়ে পালাচ্ছে মানুষ। প্রায় একই অবস্থা বুচা এবং হোস্টোমেল-এ। খবর বিবিসির।
ভেস্তে গেছে উদ্ধার পরিকল্পনা
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের অবরুদ্ধ শহর মারিউপোল থেকে বেসামরিক মানুষদের উদ্ধারে পরিকল্পনা আবারও ভেস্তে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই শহর থেকে দুই লাখ মানুষকে সরিয়ে আনা যাবে বলে আশা করছিল আন্তর্জাতিক রেডক্রস। মারিউপোল থেকে কিছু নিরাপদ পথ খোলার জন্য কাজও শুরু করেছিল কয়েকটি টিম। কিন্তু এরপরই আবার লড়াই শুরু হয়ে গেছে।
আন্তর্জাতিক রেডক্রস বলছে, রাশিয়া এবং ইউক্রেন বেসামরিক মানুষদের উদ্ধারের ব্যাপারে নীতিগতভাবে একমত হলেও কীভাবে এটা করা হবে, সে বিষয়ে তারা একমত হতে পারেনি। রেডক্রস বলছে, তারা এই আলোচনায় সহযোগিতা করছে, কিন্তু দুই পক্ষের মধ্যে কোনো যুদ্ধবিরতি বা এর বাস্তবায়নের ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারছে না।
এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়ে ছিলেন, রুশ বাহিনীর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নতুন রুট ঠিক করা হয়েছে। স্থানীয় সময় দুপুর বারোটায় এটি খোলার কথা। তবে বাস্তবে সেখানে কী ঘটছে তা পরিস্কার নয়।