রাজধানীতে অভিযান চালিয়ে এক কলেজছাত্রকে এক কেজি আইস ও পাঁচ হাজার ১৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। তার নাম জাহিদুল আলম (২২)। তিনি নারায়ণগঞ্জের একটি কলেজের ছাত্র।
জব্দ করা আইসের বাজারমূল্য প্রায় ৫ কোটি ২ লাখ টাকা। এছাড়া অভিযানে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য জানান।
এর আগে সোমবার বিকেলে কদমতলীর মুরাদপুর এলাকা থেকে জাহিদুল আলমকে (২২) গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, জাহিদুল আলমের কাছ থেকে এক কেজি চার গ্রাম ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। যার বাজারমূল্য পাঁচ কোটি দুই লাখ টাকা। এছাড়া তার কাছ থেকে পাঁচ হাজার ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১৫ লাখ তিন হাজার ৯০০ টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব জানায়, জাহিদুল আলম ইয়াবাগুলো কয়েকটি আচারের বয়ামের ভেতরে ঢুকিয়েছিলেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়। তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি কক্সবাজারের টেকনাফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিনব কৌশল অবলম্বন করে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।