২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:২৬
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৮:২৬

আল-মদিনা ফার্মার ওয়েব শো আজ

পুঁজিবাজারে আসছে এসএমই খাতের কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি যোগ্য বিনিয়োগকারী অফারের (কিউআইও) মাধ্যমে বুক-বিল্ডিং পদ্ধতিতে বাজার থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ লক্ষ্যে আজ রোববার (২০ মার্চ) বিকালে আনলাইনে কোম্পানিটি একটি ওয়েব শোর আয়োজন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজার থেকে উত্তোলন করা অর্থ কোম্পানিটি তার ব্যবসা সম্প্রসারণ, আংশিক ব্যাংক ঋণ পরিশোধ ও কিউআইও এর কাজে ব্যয় করবে। বাজার থেকে অর্থ সংগ্রহ করার পরবর্তী ২৪ মাসের মধ্যে এই পরিকল্পনার বাস্তবায়ন শেষ করা হবে।

২০০৬ সালে প্রতিষ্ঠিত আল-মদিনা ফার্মাসিউটিক্যালস ২০০৭ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। গাজীপুরে অবস্থিত কোম্পানির কারখানায় বর্তমানে ১৫০টিরও বেশি ধরনের ভেটেরিনারি ওষুধ উৎপাদন হয়। এছাড়াও কোম্পানিটি মানুষের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধ আমদানি ও বিপণন করে থাকে।

২০২০-২১ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৩ টাকা ৯৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩৪ টাকা ৯২ পয়সা। তার আগের তিন বছর অবশ্য টানা লোকসান করেছে কোম্পানিটি।

৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৬২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইসি সিকিউরিটিজ লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn