প্রথম ওভারেই কয়েকবার লেগে ঘুরাতে গিয়ে পরাস্ত হন তামিম ইকবাল। দ্বিতীয় বলে তো অল্পের জন্য রক্ষা পান । কিন্তু ইনিংসের তৃতীয় ও লুঙ্গি এনগিডির দ্বিতীয় বলেই পুরোপুরি ব্যর্থ হলে প্যাভিলিয়নের পথ ধরতে হয় তামিমকে। তৃতীয় ওভারের প্রথম বলে রান শূন্য থাকার পরের ডেলিভারিতে এক্সট্রা বাউন্স দেন এনগিডি। সে বল সামনে এসে খেলতেই ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা ফিল্ডারের হাতে তুলে দেন। দলীয় ৭ রানের মাথায় ৪ বলে ১ করে আইট হয়েছেন তামিম।
দেশসেরা ব্যাটার ফেরার পরের ওভারেই তামিমের মতো রাবাদার স্ট্যাম্পের ওপরে এক্সট্রা বাউন্স বলে শূন্য করে আউট হয়েছেন গত ম্যাচের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। সাকিবের ব্যাটের কানায় লাগলে বল তালুবন্দি করেন ভেরেইনা।
এনগিডির পর রাবাদার আঘাতে তামিম-সাকিবকে হারিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে বাংলাদেশ।
এখন পর্যন্ত সাত ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ২৩ রান।
সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে জোহানসবার্গের ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আর শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়েছে টাইগাররা।