২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৩০
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৩০

ভারতকে হারাতে বাংলাদেশের দরকার ২৩০ রান

নারী বিশ্বকাপে দ্বিতীয় জয় পেতে ২৩০ রান করতে হবে বাংলাদেশকে। মঙ্গলবার হ্যামিল্টনে ভারতের বিরুদ্ধে টস হেরে ফিল্ডিং করেছে টাইগ্রেসরা। শুরুতে ভালো বোলিং না হলেও ঋতু মণি আর নাহিদা আক্তার চেপে ধরেন ভারতকে। ফলে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান তুলেছে ভারতীয় মেয়েরা।

পরে ভারতের ইনিংসকে টেনে নেন পূজা (৩০), রিচা (২৬) ও স্নেহা (২৭)। শেষদিকে জাহানারা আলম ফেরান স্নেহাকে। ঋতু ৩টি ও নাহিদা ২টি উইকেট নেন।

বিশ্বকাপে বাংলাদেশ ৪টি ম্যাচ খেলে একটি জয় পেয়েছে। আর ভারত ৫টি ম্যাচে দুটি জয় পেয়েছে। 

বাংলাদেশ একাদশ : শারমীন আক্তার, মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিহার সুলতানা জ্যোতি,রুমানা আহমেদ, ঋতু মণি, লতা মণ্ডল, সালমা খাতুন, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন ও জাহানারা আলম।

ভারতীয় একাদশ : স্মৃতি মান্দানা, শেফালী ভার্মা, স্বস্তিকা ভাটিয়া, মিতালী রাজ, হারমানপ্রীত কৌর, রিচা ঘোষ,পূজা ভাস্ত্রকর, স্নেহা রানা,  ঝুলন গোস্বামী, পুনম যাদব ও রাজেশ্বরী গায়কৌড়।

Facebook
Twitter
LinkedIn