২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৪৯
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৪৯

ভারতের কাছেও হারলো জাহানারা-সালমারা

প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে স্মৃতিটা খুব সুখকর হচ্ছে না বাংলাদেশ নারী দলের জন্য। পাকিস্তানের বিরুদ্ধে একমাত্র জয় ছাড়া বাকি ৪টিতেই হেরেছে টাইগ্রেসরা। আজ মঙ্গলবার নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের কাছে ১১০ রানে হেরে মাঠ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

দক্ষিণ আফ্রিকার কাছে হার দিয়ে শুরু। এরপর নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও হার। সব মিলিয়ে ৫ ম্যাচ শেষে একটি মাত্র জয়ে ২টি পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতেই থাকলো সালমারা।

আজ মঙ্গলবার (২২ মার্চ) হ্যামিল্টনে ভারতের বিরুদ্ধে টস হেরে শুরুতে ফিল্ডিং করে টাইগ্রেসরা। শুরুতে ভালো বোলিং না হলেও ঋতু মণি আর নাহিদা আক্তার চেপে ধরেন ভারতকে। ফলে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে ভারতীয় মেয়েরা। দুই ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানা ও শেফালি ভার্মা দারুণ ইনিংস খেলেন।

কিন্তু ৭৪ রানে স্মৃতিকে (৩০) ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদা। পরের ওভারে স্কোর বোর্ডে বোনো রান যোগ হওয়ার আগেই শেফালিকে (৪২) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন ঋতু। টানা দ্বিতীয় বলেই ঋতু ফেরান ভারতীয় অধিনায়ক মিতালী রাজকে। পরে ফিফটি হাঁকানো স্বস্তিকা ভাটিয়াকেও ফেরান ঋতু।

পরে ভারতের ইনিংসকে টেনে দুশো পার করান পূজা (৩০), রিচা (২৬) ও স্নেহা (২৭)। শেষদিকে জাহানারা আলম ফেরান স্নেহাকে। ঋতু ৩টি ও নাহিদা ২টি উইকেট নেন।

জবাবে বাংলাদেশের ব্যাটিং লাইন একেবারে ধসে পড়ে ভারতের বোলারদের সামনে। ৪০ ওভার ব্যাটিং করে মাত্র ১১৯ রানেই গুটিয়ে যায় বাংলার প্রমীলা দল। সালমা খাতুন (৩২), লতা মণ্ডল (২৪), মুর্শিদা খাতুন (১৯)  ঋতু মণি (১৬) এবংজাহানারা (১১) ছাড়া আর কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ভারতের হয়ে বল হাতে স্নেহা রানা ৪টি ঝুলন গোস্বামী ও পূজা ভাস্ত্রকর ২টি করে এবং রাজেশ্বরী ও পুনম একটি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশের ম্যাচ বাকি রইলো আর দুটি। পরবর্তী ম্যাচ শুক্রবার (২৫ মার্চ) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং রবিবার (২৭) ইংল্যান্ডের বিরুদ্ধে। দুটি ম্যাচই শুরু হবে ভোর ৪টায়।

Facebook
Twitter
LinkedIn