২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৩৮
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৩৮

ছিনতাইকারীদের উদ্দেশে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কঠোর বার্তা দিয়ে বলেছেন, কোনো ছিনতাইকারী পার পাবে না। তাদের ধরে আইনের মুখোমুখি করা হবে

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছিনতাই আগেও ছিল। তবে পুলিশসহ আমাদের নিরাপত্তা বাহিনীর ভূমিকার কারণে আগের তুলনায় ছিনতাই কমেছে। গত ১০ বছর আগের কথা চিন্তা করলে, তার সঙ্গে তুলনা করলে তো মনে হবে জিরো (ছিনতাই) হয়ে গেছে। 

এ সময় মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, মাঝে মধ্যে দুই-একটি ঘটনার কারণে আপনারা আতঙ্কিত হচ্ছেন। এগুলো যারা করছে, সবগুলোই আমাদের হাতে ধরা পড়ে গেছে। আমাদের পুলিশ অনেক অ্যাকটিভ (সক্রিয়), দক্ষ। তাই যারাই ছিনতাই করুক, পার পাবে না। আমরা সবাইকেই ধরছি। আইনের মুখোমুখি হতে হবে, ইনশাআল্লাহ। 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনার কারণে দুই বছর সবকিছুই স্থবির হয়ে গেছে। যখনই অর্থনৈতিক চাপ পড়ে তখনই এ ধরনের কিছু ঘটনা (ছিনতাই) ঘটে যায়। যে দুই-এক জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn