পিয়াজ, আলু ও নিত্যপণ্যের পর এবার অস্থির ভোজ্য তেলের বাজার। এক মাস ধরেই দেশের বাজারে ভোজ্য তেলের দাম একটু একটু করে বাড়ছে । রাজধানীর কাওরান বাজারে প্রতি কেজি খোলা পাম তেল ৯০ টাকা আর সয়াবিন তেল ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আর বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১০৫ টাকা লিটার দরে।
ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় এই সময়ে দেশেও সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
কাওরান বাজারে আলী স্টোরের বিক্রয়কর্মী জসিম জানান, গত সোমবারও প্রতি ব্যারেল সয়াবিন তেলের দাম ৬০০ টাকা বেড়েছে। এখন প্রতি ব্যারেল ১৮ হাজার টাকায় কিনতে হয়েছে। একটি সয়াবিন তেলের ব্যারেল বা ড্রামে ২০৪ লিটার তেল থাকে। সেই হিসাবে প্রতি লিটারের কেনা মূল্য প্রায় ৮৯ টাকা।