২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:০১
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:০১

দেশে আবারও করোনা সংক্রমণ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেশী দেশ ভারতে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে, এই পরিস্থিতিতে বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

রবিবার (২৪ এপ্রিল) দুপুরে মহাখালী জাতীয় নিপসম অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও শূন্যের কোটায়। এই পরিস্থিতি ধরে রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

জাহিদ মালেক বলেন, দেশে এতোদিন করোনা নিয়ন্ত্রণে ছিলো বলেই কোনো ধরনের খাদ্যের অভাব হয়নি। আমাদের মাথাপিছু আয় সচল আছে। সংক্রমণ নাই বললেই চলে। এজন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ। আমরা দেশের শতভাগ মানুষকে টিকা দিয়েছি। শুধুমাত্র যারা টিকা নিতে চায় না, তাদের বাকি আছে। বাকি সবাইকেই আমরা টিকা দিয়েছি।

Facebook
Twitter
LinkedIn