যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্যদিয়ে পবিত্র রজনী লাইলাতুল কদর পালন করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহিমান্বিত এ রাতটি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আসকারসহ নানা ইবাদত বন্দেগিতে কাটিয়েছেন মুসল্লীরা। গুনাহ মাফ ও মনোবাসনা পুরনের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি এবং অধিক সাওয়াব পাওয়ার আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, আর বিশেষ মোনাজাত করেন তারা।
পবিত্র কোরআনের বর্ণনায় হাজার মাসের চেয়ে উত্তম রজনী লাইলাতুল কদর। ইসলাম ধর্মমতে, এই রাতেই পবিত্র কুরআন নাজিল হয়েছিল। রমজান মাসের এই রাত অনেক তাৎপর্য ও ফজিলতপূর্ণ। আর তাই এশা ও তারাবির নামাজের পর থেকেই বাসা বাড়ির পাশাপাশি মসজিদগুলোতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকারসহ ইবাদতে রাতভর মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
বিশেষ এই রাতে আল্ল¬াহ তায়ালা তার বান্দাদের কাছাকাছি আসতে প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাকে তার কাছে কল্যাণ ও মুক্তি চাওয়ার আহবান জানান। আল্লাহর নৈকট্য লাভের আশায় তাই রাতভর ইবাদত করেন মুসলমানরা।
পবিত্র এই রাতে ব্যক্তি জীবনের সমৃদ্ধি কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনায় মসজিদে-মসজিদে দোয়া করা হয়।
এছাড়া মহান আল্লাহ’র নৈকট্য লাভের আশায় দান-সদকা এবং স্বজনদের কবর জিয়ারতসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।