২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৩
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৩৩

উত্তরাঞ্চলের ৮ জেলায় পেট্রল সংকট কাটেনি

দেশের উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে পেট্রল ও অকটেনের তীব্র সংকট এখনও কাটেনি। এতে করে ভোগান্তিতে মটরসাইকেল চালক ও ব্যক্তিগত গাড়ির মালিকরা।   

সংশ্লিষ্টরা বলছেন, দিনাজপুরসহ রংপুর বিভাগের ৮ জেলায় বর্তমানে ১৩৬টি ফিলিং স্টেশন আছে। এর সবগুলোতেই জ্বালানি তেল সরবরাহ আসে পার্বতীপুর ডিপো থেকে। কিন্তু পার্বতীপুর ডিপোতে মজুত ফুরিয়ে যাওয়ায় তেল সংকটে পড়েছে পাম্পগুলো।

পার্বতীপুর রেল হেড ডিপোর ইনচার্জ এমরানুল হাসান বলেন, খুলনা থেকে তেল আসলেই তারা ফিলিং স্টেশনগুলোতে দিয়ে থাকেন। কিন্তু খুলনায় তেল না পাওয়ায় তারা ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন সরবরাহ করতে পারছেন না। গত এক সপ্তাহ থেকে কোন পেট্রোল নেই।

Facebook
Twitter
LinkedIn