২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১৭
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১৭

সর্বকালীন রেকর্ড ভেঙে তলানিতে ভারতীয় মুদ্রা!

ভারতীয় অর্থনীতিতে জোর ধাক্কা। ভারতীয় মুদ্রার দাম ডলারের তুলনায় তলানিতে গিয়ে ঠেকল। সর্বকালীন রেকর্ড ভেঙে এক ডলারের দাম বেড়ে হলো ভারতীয় মুদ্রায় ৭৭.৪২ টাকা। এর আগে কখনো ভারতীয় মুদ্রার এত অবমূল্যায়ন হয়নি।

দিকে সপ্তাহের শুরুর দিনই শেয়ার বাজারের সূচক ছিল লাল রেখার নিচে। এদিন দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জে ০.৫৯ শতাংশ বা ৩২২.২৩ পয়েন্ট পতন দেখা যায় গত সেশনের তুলনায়। এর জেরে সেনসেক্স গিয়ে ঠেকে ৫৪,৫১৩.৩৫ পয়েন্টে। এদিকে নিফটিও ০.৬৩ শতাংশ বা ১০৩.২০ পয়েন্ট পড়ে যায়। এর জেরে নিফটি গিয়ে ঠেকে ১৬,৩০৮.০৫ পয়েন্টে।

এদিন নিফটি ব্যাঙ্কের সূচক পতন পয় ০.৭১ শতাংশ বা ২৪৫.৫৫। এর জেরে ফটি ব্যাঙ্কের সূচক গিয়ে দাঁড়ায় ৩৪,৩৪৬.৬৫ পয়েন্টে। আজকের সবচেয়ে ভালো সেক্টর ছিল নিফটি আইটি। ৫৮.৪৫ পয়েন্ট বৃদ্ধি পায় আইটি সেক্টর। এর ফলে আজকে বাজারে সবচেয়ে লাভবান সেক্টর ছিল এটি। নিফটি আইটি-র সূচক গিয়ে দাঁড়ায় ৩০,৭৭৭.৯০। অপরদিকে আজকের সবচেয়ে খারাপ সেক্টর ছিল নিফটি এনার্জি। ৬৫১.৬০ পয়েন্ট বা ২.৩ শতাংশ কমেছে। এর জেরে নিফটি আইটি গিয়ে ঠেকে ২৭,৬৮৭.৪০ পয়েন্টে।

এদিকে এদিন সবচেয়ে লাভবান শেয়ার ছিল পাওয়ার গ্রিড করপোরেশন। গত সেশনের তুলনায় ৫.৩৫ টাকা বা ২.২৪ শতাংশ বেড়েছে। এর ফলে পাওয়ার গ্রিড করপোরেশনের শেয়ারের দর দাঁড়ায় ২৪৩.৭৫ টাকা।

এদিকে আজকের সব থেকে বেশি লোকসান হওয়া সংস্থা হল রিলায়েন্স। এদিন গত সেশনের তুলনায় ৮৯.৬৫ টাকা বা ৩.৪২ শতাংশ কমেছে রিলায়েন্সের শেয়ারের দর। এর জেরে রিলায়েন্সের শেয়ার দর গিয়ে ঠেকে ২৫৩১.০০ টাকায়।

সূত্র : হিন্দুস্থান টাইমস

Facebook
Twitter
LinkedIn