২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৩৩
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৩৩

বেসরকারিভাবে হজে খরচ পড়বে ৪ লাখ ৬৩ হাজার

হজযাত্রীদের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ ব্যবস্থাপনায় কোরবানির খরচ ব্যতীত হজ প্যাকেজের খরচ পড়বে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি শাহাদাৎ হোসাইন তসলিম।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই ২০২২/৯ জিলহজ্জ ১৪৪৩ হিজরি সনের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ করবেন।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-4162963988913522&output=html&h=250&adk=1632820397&adf=3851177773&pi=t.aa~a.938086096~i.3~rp.1&w=859&fwrn=4&fwrnh=100&lmt=1652346973&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4340236068&psa=1&ad_type=text_image&format=859×250&url=https%3A%2F%2Fwww.independent24.com%2Fdetails%2F78833%2F%25E0%25A6%25AC%25E0%25A7%2587%25E0%25A6%25B8%25E0%25A6%25B0%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%25AD%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A7%2587%2520%25E0%25A6%25B9%25E0%25A6%259C%25E0%25A7%2587%2520%25E0%25A6%2596%25E0%25A6%25B0%25E0%25A6%259A%2520%25E0%25A6%25AA%25E0%25A7%259C%25E0%25A6%25AC%25E0%25A7%2587%2520%25E0%25A7%25AA%2520%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%2596%2520%25E0%25A7%25AC%25E0%25A7%25A9%2520%25E0%25A6%25B9%25E0%25A6%25BE%25E0%25A6%259C%25E0%25A6%25BE%25E0%25A6%25B0&fwr=0&pra=3&rh=200&rw=858&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&adsid=ChEI8ODykwYQg9KsjILr5NmaARI5AF6CjvG-HUHyZvh63-ua8yNxbJZpAgpJz-Zi_dif07jFrDHOG4NK7aLV_uznPARLs6921o9hhCIM&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTAxLjAuNDk1MS41NCIsW10sbnVsbCxudWxsLCI2NCIsW1siIE5vdCBBO0JyYW5kIiwiOTkuMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTAxLjAuNDk1MS41NCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEwMS4wLjQ5NTEuNTQiXV0sZmFsc2Vd&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9wYWdlYWQyLmdvb2dsZXN5bmRpY2F0aW9uLmNvbSIsInN0YXRlIjoyOSwiaGFzUmVkZW1wdGlvblJlY29yZCI6dHJ1ZX1d&dt=1652346973381&bpp=8&bdt=1256&idt=8&shv=r20220509&mjsv=m202205050101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Dc0e2986b7f930137-229c27fa7ad20087%3AT%3D1641987695%3ART%3D1651209128%3AS%3DALNI_MazccmOl1eedkK09gyP94jDT6a-vw&gpic=UID%3D000004de0ecd4bec%3AT%3D1650084275%3ART%3D1652346974%3AS%3DALNI_MbO1kOqd96HwKjCP6qfFn_F_ZHTJQ&prev_fmts=728×90%2C728x90%2C300x250%2C0x0&nras=2&correlator=6074662706041&frm=20&pv=1&ga_vid=1183403445.1652346973&ga_sid=1652346973&ga_hid=1289089212&ga_fc=0&u_tz=360&u_his=24&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=96&ady=1041&biw=1349&bih=551&scr_x=0&scr_y=200&eid=44759876%2C44759927%2C44759842%2C44762586%2C31067067%2C31067282%2C31067545%2C21067496&oid=2&pvsid=1985411328040642&pem=434&tmod=1233421748&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.independent24.com%2F&eae=0&fc=384&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=6&uci=a!6&btvi=2&fsb=1&xpc=TDbdgPR60s&p=https%3A//www.independent24.com&dtd=39

তিনি জানান, প্রত্যেক এজেন্সী হজ প্যাকেজ দিতে পারবে। তবে হাব নির্ধারিত মূল্যের চেয়ে কম হতে পারবে না। এছাড়াও ডেডিকেটেড ফ্লাইট ছাড়া এবার কোন শিডিউল ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা যাবে না।

পরে সংবাদ সম্মেলনে হাব জানায়, ১৮ মে’র মধ্যে হজে যেতে ইচ্ছুক যাত্রীদের প্যাকেজের টাকা জমা দিতে হবে। এছাড়া নির্ধারিত ফির বাইরে হজযাত্রীদের কোরবানির জন্য আলাদা করে ৮১০ রিয়েলের সমপরিমাণ টাকা সাথে নিতে হবে। যাত্রার ৭২ ঘন্টা আগে করোনা টেস্টের নেগেটিভ সনদ প্রস্তুত রাখতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

হাব জানায়, হজযাত্রীদেরকে পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। যাঁদের জন্ম ১৯৫৭ সালের ৩০ জুন বা তার আগে সেসব হজযাত্রী এ বছর পবিত্র হজে যেতে পারবেন না।

শাহাদাৎ হোসাইন তসলিম বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় এ প্যাকেজটির নাম ‌‘সাধারণ প্যাকেজ’। এর আওতায় হজযাত্রীদের পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের সীমানার ১ হাজার থেকে ১ হাজার ৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।

এ বছরের বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে খরচ বাড়লো কারণ জানতে চাইলে জবাবে হাব সভাপতি বলেন, বাড়িভাড়া ও অতিরিক্ত সার্ভিস চার্জের জন্য হজ প্যাকেজের মূল্য বেড়েছে। এর মধ্যে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসেবে আপাতত খরচ ধরা হয়েছে ৬১ হাজার ২৩৬ টাকা। এই অতিরিক্ত সার্ভিস চার্জ এখনো নির্ধারিত হয়নি।

এর আগে বুধবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করে দু’টি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়।

Facebook
Twitter
LinkedIn