২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৯
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৯

জুনেই উদ্বোধন পদ্মা সেতুর: কাদের

পদ্মা সেতুর উদ্বোধন আগামী মাসের শেষ দিকেই হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ডসভায় এ কথা জানান তিনি।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘এরই মধ্যে মূল সেতুর ৯৮ শতাংশ এবং সার্বিক কাজের ৯৩ দশমিক পাঁচ-শূন্য শতাংশ, নদী শাসন ৯২ ভাগ, মূল সেতুর কার্পেটিং ৯১ ভাগ অগ্রগতি হয়েছে। সেতু নিয়ে ধোঁয়াশার কারণ নেই। যে কাজ বাকি তা চলতি মাসের মধ্যেই শেষ হয়ে যাবে।’

আর জুলাই থেকে সেতুতে রেলের কাজ শুরু হবে। এরই মধ্যে সেতুর টোল-হারের প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে জমা হয়েছে। টোল-হার নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী। তিনি সময় দিলেই জুনের শেষে পদ্মা সেতু উদ্বোধন হবে বলে জানান ওবায়দুল কাদের।

এছাড়া তিনি আরো বলেন, ‘আজকের বোর্ড সভায় আমরা কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। সেতু বিভাগের আওতায় বেশকিছু জনগুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরমধ্যে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মা বহুমূখী সেতু।’

সেতুর নাম করণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আমরা বারবার প্রধানমন্ত্রীকে বলার চেষ্টা করেছি, সেতুর নাম শেখ হাসিনা পদ্মাসেতু করার জোরালো দাবি এসেছে। কিন্তু প্রধানমন্ত্রী রাজি হচ্ছেন না। উদ্বোধনের যে সামারি আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠাব সেখানে আবারও নাম ‘শেখ হাসিনা পদ্মাসেতু’ প্রস্তাব করা হবে। তিনিই নাম ঠিক করবেন, সেটা ওনার এখতিয়ার।

এসময় বিএনপি প্রসঙ্গে কাদের বলেন, দলটি আন্দোলনে ব্যর্থ। দলের মহাসচিবের পদত্যাগ করা উচিত।

শ্রীলঙ্কা আর বাংলাদেশের পরিস্থিতি যে এক নয় সে কথাও জানান ওবায়দুল কাদের। পরে আগামী নির্বাচনে ইভিএম এ ভোট নেয়া প্রসঙ্গে বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

Facebook
Twitter
LinkedIn