২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৪০
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১১:৪০

লাঞ্চের আগে বাংলাদেশকে ম্যাচে ফেরালেন নাঈম

৪ উইকেটে ২৫৮ রান তুলে গতকাল মাঠ ছেড়েছিল শ্রীলংকা। অ্যাঞ্জেলো ম্যাস্থিউসের সেঞ্চুরি চোখ রাঙাচ্ছিল টাইগারদের। দ্বিতীয় দিনেও নিরামিষ এক প্রথম সেশন পার করছিল মুমিনুল বাহিনী। তবে লাঞ্চের ঠিক আগে নাঈম যেন গোটা সেশনটাই কেড়ে নিলেন লংকানদের কাছ থেকে। একই ওভারে তুলে নিলেন দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলাকে।

কিন্তু শুরুর চিত্রটা ছিল পুরোপুরি বিপরীত। শরিফুল ইসলাম ও খালেদ আহমেদকে দিয়ে শুরু করান মুমিনুল। উইকেট পেসারদের সাহায্য না করায় ডেকে নেন সাকিব আল হাসানকে। অপর প্রান্তে বল তুলে দেন তাইজুল ইসলামের হাতে।

নিয়ন্ত্রিত বোলিং করলেও খুবই স্বাচ্ছন্দ্যে এই দু’জনকে খেলেন ম্যাথিউস-চান্দিমাল জুটি। তাদের ১২ ওভারের স্পেলে ধরা দেয়নি সাফল্য। এরই মধ্যে চান্দিমাল পেয়ে যান ক্যারিয়ারের ২১তম টেস্ট ফিফটি। উইকেট পেতে মরিয়া মুমিনুল সাকিবকে আক্রমণে রেখে বিরতির আগ দিয়ে আক্রমণে নিয়ে আসেন নাঈমকে।

প্রথম দিনের মতো এদিনও অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন নাঈম। চান্দিমালকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ভাঙেন ১৩৬ রানের জুটি। একই ওভারের পঞ্চম বলে সরাসরি বোল্ড করেন উইকেটরক্ষক ডিকওয়েলাকে।

শেষদিকের এই দুই উইকেট বিরতির আগে এগিয়ে দিয়েছে টাইগারদের। ৬ উইকেটে ৩২৭ রান তুলে বিরতিতে গেছে লংকানরা। ১৪৭ রান করে অপরাজিত আছেন বাংলাদেশের গলার কাঁটা ম্যাথিউস। নতুন ব্যাটার রমেশ মেন্ডিস ক্রিজে আছেন ১ রান করে।

Facebook
Twitter
LinkedIn