ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করেছেন হাইকোর্ট। নিম্ন আদালতে সম্রাটকে জামিন দেওয়ার ক্ষেত্রে আইন মানা হয়নি বলেও মন্তব্য করেন হাইকোট।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা রিভিশন আবেদনের শুনানি শেষে বুধবার (১৮ মে) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আগামী ৭ দিনের মধ্যে সম্রাটকে বিচারিক আদালতে হাজির হতেও বলেছেন হাইকোর্ট।https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-2955358375522119&output=html&h=280&slotname=7458591574&adk=3846397956&adf=3805079044&pi=t.ma~as.7458591574&w=916&fwrn=4&fwrnh=100&lmt=1652857612&rafmt=1&psa=1&format=916×280&url=https%3A%2F%2Fwww.bvnews24.com%2Fcourt-law%2Fnews%2F65172&fwr=0&fwrattr=true&rpe=1&resp_fmts=3&wgl=1&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTAxLjAuNDk1MS41NCIsW10sbnVsbCxudWxsLCI2NCIsW1siIE5vdCBBO0JyYW5kIiwiOTkuMC4wLjAiXSxbIkNocm9taXVtIiwiMTAxLjAuNDk1MS41NCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjEwMS4wLjQ5NTEuNTQiXV0sZmFsc2Vd&dt=1652857612013&bpp=22&bdt=318&idt=471&shv=r20220511&mjsv=m202205120101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3De01f16174c5a6bda-2231f5837ad100b3%3AT%3D1641986160%3ART%3D1648956869%3AS%3DALNI_MZLmgLOExgCYnGqevZFUP7nNtBI-w&gpic=UID%3D00000539b374db84%3AT%3D1652074088%3ART%3D1652845341%3AS%3DALNI_MbgcMhBqAJDAyysV88X6uRTqKkKUg&prev_fmts=0x0%2C728x90%2C300x100%2C1047x280&nras=1&correlator=6822403803932&frm=20&pv=1&ga_vid=2082275298.1641986160&ga_sid=1652857612&ga_hid=532640507&ga_fc=1&u_tz=360&u_his=24&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=35&ady=1505&biw=1349&bih=568&scr_x=0&scr_y=15&eid=44759875%2C44759926%2C44759842%2C31065741&oid=2&pvsid=4100477128775593&pem=161&tmod=500243661&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.bvnews24.com%2F&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C568&vis=1&rsz=M%7C%7CpeEbr%7Cp&abl=XS&pfx=0&fu=128&bc=31&ifi=5&uci=a!5&btvi=1&fsb=1&xpc=6qY2EGaWbp&p=https%3A//www.bvnews24.com&dtd=483
এর আগে বিচারিক (নিম্ন) আদালতে দেওয়া জামিনের বিরুদ্ধে রিভিশন চেয়ে সোমবার (১৬ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। মঙ্গলবার (১৭ মে) শুনানিতে জামিন দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ। বলেন, মেডিকেল রিপোর্ট না দেখেই কীভাবে বিচারিক আদালত স্বাস্থ্যের কথা বিবেচনা করে সম্রাটকে জামিন দিলেন। জামিন মঞ্জুর করা বিচারকের প্রতি আদালত অবমাননার অভিযোগ আনা দরকার বলেও মন্তব্য করেন হাইকোর্ট। এর পরে আদেশের জন্য বুধবার দিন ঠিক করেন।
উল্লেখ্য, পূর্বের তিনটি মামলায় জামিনের পর সবশেষ গত বুধবার (১১ মে) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় তিন শর্তে জামিন পান সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ জামিন মঞ্জুর করেন। শর্তগুলো হলো- আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না, পার্সপোর্ট জমা দিতে হবে এবং স্বাস্থ্যগত পরীক্ষার প্রতিবেদন আগামী ধার্য তারিখে জমা দিতে হবে।
২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে নিয়ে দুপুর দেড়টার দিকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়