চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালের লাশ ঘরের সামনে বসে মো. ফরহাদ নামে এক তরুণ বুকফাটা আর্তনাদ করে কান্না করছিলেন তার ভাইয়ের জন্য। কারণ তার ভাইটি সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণের ঘটনায় মারা যান।
ফরহাদ জানান, বিএম কন্টেইনার ডিপো থেকে তার চাচাতো ভাই মো. মোমিনুল হককে প্রথমে নিয়ে আসা হয়। প্রথমে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাকে। ক্ষীণ আশা ছিল বেঁচে যাবেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাইয়ের মৃত্যুর খবরে ফরহাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালের পরিবেশ।
ফরহাদ জানান, ফোনে (ভাই) মোমিনুল হক আমার কাছে বলেন আমার সারা গায়ে আগুন। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও’। সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের পর ফোন করে এভাবেই চাচাতো ভাই ফরহাদের কাছে বাঁচার শেষ আকুতি জানিয়েছিলেন সে। কিছুক্ষণ পর থেমে যায় সেই কণ্ঠস্বর।