২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৭
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১২:৪৭

ওমর সানীকে পিস্তল ঠেকিয়ে গুলির হুমকি দিলেন জায়েদ খান

অনেকদিন ধরেই অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করছিলেন অভিনেতা জায়েদ খান। এ নিয়ে জায়েদ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমীর স্বামী ওমর সানির সঙ্গে। ওমর সানি এ নিয়ে ডিপজলের কাছে নালিশও দিয়েছিলেন।

ডিপজল সানিকে আশ্বস্ত করেছিলেন জায়েদ আর মৌসুমীকে বিরক্ত করবে না। কিন্তু জায়েদ শোধরাননি। তাই তার ওপর রেগে ছিলেন ওমর সানি। ডিপজলের ছেলের বিয়েতে জায়েদকে পাবেন নিশ্চিত হয়ে সেখানে যান সানি।

বিয়েতে জায়েদকে পেয়েই চড় মেরে বসেন ওমর সানি। তখন ক্ষেপে গিয়ে প্রকাশ্যে পিস্তল বের করে ওমর সানিকে গুলি করে দেওয়ার হুমকি দেন জায়েদ। শুক্রবার (১০ জুন) এমন ঘটনা ঘটেছে ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারেন। এ সময় জায়েদকে উদ্দেশ করে ওমর সানী বলেন, ‘তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করবি না। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।’ এ ঘটনার পরিপ্রেক্ষিতে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘গুলি করে দেব।’ ওমর সানী পাল্টা জায়েদ খানকে বলেন, ‘গুলি তোর …(প্রকাশ অযোগ্য)। তুই আমারে চিনস, আমি ওমর সানী।’

চাঞ্চল্যকর এমন ঘটনার সত্যততা স্বীকার করেছেন ওমর সানী। বিপরীতে পুরোটাই অস্বীকার করেছেন জায়েদ খান।

জানতে চাইলে ওমর সানি বলেন, ‘ঘটনা সত্যি। ‘বেয়াদবির একটা সীমা আছে। ও (জায়েদ) ইন্ডাস্ট্রিতে থেকে সবার সঙ্গে বেয়াদবি করবে, সব মেয়ে মানুষের সঙ্গে বিকৃত আচরণ করবে, এসবের একটা সীমারেখা আছে। সে মৌসুমীর সঙ্গে বেয়াদবি করার চেষ্টা করেছে।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই অভিনেতা তথা মৌসুমীর স্বামী ওমর সানী বলেন, ‘সেদিন আমি গিয়েই চড় মেরেছি ওকে। সে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। তখন আমি একটি গালি দিয়েছি। এ সময় রোজিনা আপা, অঞ্জনা আপা, সুচরিতা আপারা উপস্থিত ছিলেন। এর চেয়ে বেশি কিছু আপাতত বলতে চাই না।’

শনিবার (১২ জুন) দিবাগত মধ্যরাতে জায়েদ খান বিস্ময় প্রকাশ করেন। বলেন, ‘এমন কোনও ঘটনাই ঘটেনি, নির্বাচনের রায় সামনে রেখে এমন করা হচ্ছে। আর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পিস্তল নিয়ে যাওয়া যায় নাকি! আমি বিয়ের দাওয়াতে পিস্তল নিয়ে যাবো কেন। আর ওমর সানী আমাকে চড়ও দেয়নি।’

এদিকে, ডিপজল গণমাধ্যমে বলেছেন, ‘আমি এসব জানি না। একটু ধাক্কাধাক্কি হয়েছে। এসব ব্যাপারে আমার কোনো কিছু বলার ইচ্ছা নেই। আমি বিয়ের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। এর বেশি কিছু জানিও না।’

যদিও সূত্র বলছে, ডিপজলের উদ্যোগেই সেদিন অল্পতে রক্ষা পেলো ঢালিউড! নয় তো পরিস্থিতি গড়াতে পারতো অন্যদিকে। কারণ সে দিন দুজনেই (সানী-জায়েদ) ছিলেন মারমুখো।

Facebook
Twitter
LinkedIn