আগামী নভেম্বর থেকে শুরু হতে চলা ২২তম ফিফা ওয়ার্ল্ডকাপের একক আয়োজক কাতার। ২০২৬ সালে ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ মিলে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ।
উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে আয়োজন করতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। এই আসরেই প্রথমবারের মতো ৪৮ দেশ শিরোপা লড়াইয়ে অংশ নেবে। বর্তমানে ৩২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন হয়। অতিরিক্ত ১৬ দলের জন্যই ভেন্যুর সংখ্যা বাড়িয়েছে ফিফা।
শুক্রবার ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ভেন্যুর নাম প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি ভিন্ন ভেন্যুতে আয়োজিত হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। মার্কিন মুলুকের ১১টি শহরে চলবে বিশ্বকাপ।
আর মেক্সিকোর তিন এবং কানাডার দুই শহরে হবে বাকি ম্যাচগুলো। যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে ৬০টি ম্যাচ আয়োজিত হবে। মেক্সিকো ও কানাডায় হবে ১০ ম্যাচ।
যুক্তরাষ্ট্রের ১১ শহর
আটলান্টা (মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম)
বোস্টন (জিলেট স্টেডিয়াম)
ডালাস (এটি অ্যান্ড টি স্টেডিয়াম)
হিউস্টন (এনআরজি স্টেডিয়াম)
কানসাস সিটি (অ্যারোহেড স্টেডিয়াম)
লস অ্যাঞ্জেলস ( সোফি স্টেডিয়াম)ৎ
নিউইয়র্ক/নিউজার্সি ( মেটলাইফ স্টেডিয়াম)
মায়ামি (হার্ড রক স্টেডিয়াম)
ফিলাডেলফিয়া (লিঙ্কন ফিন্যান্সিয়াল স্টেডিয়াম)
সান ফ্রান্সিসকো বে (লিভাইস স্টেডিয়াম)
সিয়াটল (লুমেন ফিল্ড স্টেডিয়াম)
১৯৯৪ সালে যেবার বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র, তখন ফাইনাল ম্যাচটি হয়েছিল লস অ্যাঞ্জেলসের রোজ বোল স্টেডিয়ামে। তবে এবার সেই মাঠে কোনো খেলা হবে না।
মেক্সিকোর ৩ শহর
গুয়াদালাহারা (এস্তাদিও আকরোন)
মেক্সিকো সিটি (এস্তাদিও আজতেকা)
মন্তেরেই (এস্তাদিও বিবিভিএ বানকোমার)
কানাডার ২ শহর
টরোন্টো (বিএমও ফিল্ড)
ভ্যাঙ্কুভার (বিসি প্লেস)