মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি- কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মুন্সীগঞ্জ জেলা কমিটির কার্যক্রম গতিশীল করতে মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলকে ৮ টি সাংগঠনিক টিমে ভাগ করা হয়, এতে জেলা কমিটির ৮ জন সহ-সভাপতি কে টিম প্রধাণ করে ৮ টি ভাগে ভাগ করা হয়, লৌহজং উপজেলা টিম প্রধাণ করা হয় শ্রীনগর কলেজ ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি কে এম রাজিবকে, ১৩ নভেম্বর ২০২০ খ্রিঃ রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় লৌহজং উপজেলার চন্দ্রের বাড়ি এলাকায় তথ্য উপাত্ত সংগ্রহ ফরম বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি, লৌহজং সাংগঠনিক টিম প্রধান কে এম রাজিব ও মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ঝন্টু মোড়ল। উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জাসাস সাধারণ সম্পাদক আশরাফ হোসেন আশু, লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ সোলাইমান তপু, সাধারন সম্পাদক মোঃ শাহীন মৃধা, সাবেক ছাত্রদল নেতা তানভীর আহমেদ অভি,কুকুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা অহিদুল ইসলামসহ লৌহজং উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ।