পাকিস্তান সরকারকে ২৩০ কোটি মার্কিন ডলার ঋণ দিয়েছে চীন। শনিবার ঋণ পাওয়ার বিষয় নিশ্চিত করেছে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল।
পাকিস্তানের অর্থমন্ত্রী জানান, এ ঋণের অর্থ স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) অ্যাকাউন্টে জমা হয়েছে। ফলে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে।
চলতি সপ্তাহেই দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৯০০ কোটি ডলারের নিচে নেমে গিয়েছে। যা ২০১৯ সালের পর থেকে সর্বনিম্ন বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
এদিকে, অর্থনৈতিক সংকটের পাশাপাশি কাগজ সংকটে পড়েছে দেশটি। এ কারণে চলতি বছরের নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছে নতুন বই নিয়ে সংশয় দেখা দিয়েছে।