স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উচ্ছ্বাসে মেতেছেন দেশবাসী। সেই উচ্ছ্বাসে সামিল হয়েছে দেশের রাজনীতি, ক্রীড়া ও শোবিজ অঙ্গনের মানুষেরাও।
সুদূর অস্ট্রেলিয়া থেকে পদ্মা সেতু উদ্বোধনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চিত্রনায়িকা শাবনূর। সুদূর ওয়েস্ট ইন্ডিজে কেক কেটে এ উদ্বোধন উৎসবে সামিল হয়েছে সাকিব বাহিনী।
আর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যোগদানের সুযোগ হয়েছে চিত্রনায়ক রিয়াজের।
শনিবার মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঐতিহাসিক এই মুহূর্ত সামনে থেকে দেখেছেন রিয়াজ। তাই তার উচ্ছ্বাসটা আর সব শোবিজ তারকার চেয়ে বেশিই হতে পারে।
পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তে লেখক আনিসুল হকের ফেসবুক লাইভে যুক্ত হয়ে রিয়াজ তার অনুভূতি প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আজ অত্যন্ত আনন্দের একটা দিন। আমাদের স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নিয়েছে। আমাদের পদ্মা সেতুর উদ্বোধন হচ্ছে। আমি মনে করি, এই সেতু বাংলাদেশের গৌরব। এই গৌরব যার হাত ধরে এসেছে, কৃতজ্ঞতা সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উনি প্রমাণ করেছেন, আমরা হারতে শিখিনি, হারতে জানি না। ’
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াজ ছাড়াও দেশের বিনোদন জগতের আরো অনেকে উপস্থিত ছিলেন। এর মধ্যে আছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অভিনেত্রী-ব্যবসায়ী শমী কায়সার, আফসানা মিমি, জায়েদ খান, গীতিকার কবির বকুল প্রমুখ।