২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৪
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫৪

আজ মাঠে নামবেন সাবিনারা, প্রতিপক্ষ মালয়েশিয়া

দেশ ও দেশের বাইরে অনেক আন্তর্জাতিক ম্যাচই খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি একটু ভিন্ন রকম সাবিনাদের। জামালরা হরহামেশা ঘরের মাটিতে ফিফা প্রীতি ম্যাচ খেলেন। সেখানে আজই দেশের মাটিতে ফিফা প্রীতি ম্যাচে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে নারী ফুটবল দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ছয়টায় শুরু হবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে এই ম্যাচ।

জাতীয় দল যেমন নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পায় না, তেমনি আগে কখনো খেলেনি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। এবারই তারা প্রথমবারের খেলতে যাচ্ছে এ ম্যাচ। একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে দুইটি ম্যাচ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ জুন রবিবার।

র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৬১ ধাপ এগিয়ে মালয়েশিয়া। দুই দেশ এর আগে একবারই মুখোমুখি হয়েছিল ২০১৭ সালে। মালয়েশিয়া জিতেছিল ২-১ গোলে। আজকের ম্যাচে তাই সব দিক দিয়েই বাংলদেশ পিছিয়ে। কিন্তু তাই বলে মাঠে ছেড়ে কথা বলতে চাইবেন না গোলাম রব্বারি ছোটনের শিষ্যরা।

তিনি বলেন, ‘রোজার পর থেকে কঠোর অনুশীলন করেছি। এ দুই ম্যাচের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। দলের তিনজন ছাড়া সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সামনে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ আছে। তবে আমরা এখন এ ম্যাচ দুটিকেই গুরুত্ব দিচ্ছি। আমাদের বয়সভিত্তিক দলগুলো ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে। আমার প্রত্যাশা এবার সিনিয়র দলও ভালো খেলবে। মালয়েশিয়া অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে থাকবে। তবে আমাদের মেয়েরা ফিটনেসের দিক দিয়ে ভালো অবস্থায় আছে।’

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘৯ মাস পর সিনিয়র টিমের খেলা। আমি মনে করি, র‌্যাংকিং বাড়ানোর ভালো সুযোগ এটি। আমরা বয়সভিত্তিক ফুটবলে ভালো খেলে আসছি। সিনিয়রদের ম্যাচ সেভাবে খেলতে পারছি না। আমরা চেষ্টা করব ঘরের মাঠে দেশবাসীকে ভালো খেলা উপহার দিতে।’

মালয়েশিয়ান কোচ জ্যাকব জোসেফ বলেন, ‘বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলটি ভারতকে হারিয়েছে। ভারত অনেক শক্তিশালী দল। এমন একটি দলকে হারানো মানেই বুঝতে হবে বাংলাদেশের মেয়েরা ফুটবল অনেক উন্নতি করেছে। আমাদের অধিকাংশ খেলোয়াড়ের বয়সই ২০ বছরের নিচে।’

তিনি আরও বলেন, ‘এখানে আসার আগে এক সপ্তাহ অনুশীলন করেছে মেয়েরা। মূলত আমরা প্রস্তুতি নিচ্ছি জুলাইয়ে অনুষ্ঠেয় এএফএফ (আসিয়ান ফুটবল ফেডারেশন) টুর্নামেন্টের জন্য। এই ফিফা ম্যাচ দুটি ওই টুর্নামেন্টের জন্য আমাদের সহায়তা করবে। বাংলাদেশ আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে তাই এসেছি। এতে ভাল হয়েছে, আমরা স্বাগতিকদের দুর্বলতাগুলো দেখতে পাবো।’ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে খেলা তিনজন ফুটবলার রয়েছেন এই দলে। একটা ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে বলেই আমি মনে করি।’

Facebook
Twitter
LinkedIn