২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:২৯
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:২৯

অভিনেত্রী কবরীর জন্মদিন আজ

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সারাহ বেগম কবরীর জন্মদিন আজ (মঙ্গলবার)। বেঁচে থাকলে ‘মিষ্টি মেয়ে’খ্যাত এই অভিনেত্রী ৭২ বছরে পা রাখতেন আজ।  

সত্তর ও আশির দশকে সাড়া জাগানো এই নায়িকা ১৯৫০ সালের ১৯শে এপ্রিল চট্টগ্রাম জেলার বাঁশখালীতে জন্মগ্রহণ করেন। কবরী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার পারিবারিক নাম ছিল মিনা পাল। তার বাবার শ্রীকৃষ্ণদাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল। শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেন  তিনি।  

কবরীর চলচ্চিত্রে অভিষেক হয় সুভাষ দত্ত পরিচালিত ‘সুতরাং’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ১৯৬৪ সালে। ‘জলছবি’, ‘বাহানা’, ‘সারেং বৌ’, ‘সাত ভাই চম্পা’, ‘সুজন সখী’ তার উল্লেখ্যযোগ্য ছবি।  

অভিনয়ের বাইরে নির্মাতা ও রাজনীতিতেও সক্রিয় ছিলেন কবরী। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

এ বছর জন্মদিনে সামাজিক মাধ্যমে অনেকে স্মরণ করেছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

Facebook
Twitter
LinkedIn