গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ (মঙ্গলবার) রাজনৈতিক দলের সাথে সংলাপে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে কাজ করছে ইসি। একটি ভালো নির্বাচনের জন্য কমিশন দৃঢ় প্রতিজ্ঞ বলেও।
এসময় ইসি দলগুলোর নিজেদের মধ্যে সংলাপের তাগিদ দেন।
সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশনকে আরও কর্তৃত্বপূর্ণ অবস্থান নেয়ার তাগিদ দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা।