২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৪২
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৪২

ডেপুটি স্পিকারের লাশ দেশে আসবে সোমবার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়ার লাশ ২৫ জুলাই সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে দেশে আসবে।

নিউইয়র্ক থেকে এয়ার এমিরেটসের বিমানে তার লাশ দেশে আসবে। এর আগে আগামীকাল স্থানীয় সময় বাদ যোহর নিউইয়র্কের জ্যামাইকার মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস এ কথা জানান।

তিনি জানান, লাশ বাংলাদেশে আনার পর প্রথম জানাজা হওয়ার কথা জাতীয় সংসদে। তবে এই জানাজার সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

এরপর তার জানাজা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট থেকে লাশ নেয়া হবে গাইবান্ধায়। সেখানকার ভরতখালী স্কুল মাঠে তার জানাজা শেষে পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন হবে।

ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ ৯ মাস চিকিৎসাধীন ছিলেন। গাইবান্ধা-৫ আসনের এই সংসদ সদস্য দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাত ২টার দিকে তিনি সেখানে মারা যান।
সূত্র : বাসস

Facebook
Twitter
LinkedIn