২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪৬
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৪৬

বাংলাদেশ খেলাফত আন্দোলনের স‌ঙ্গে ইসির সংলাপ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে ষষ্ঠ দি‌নের ম‌তো সংলাপ শুরু ক‌রে‌ছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৪ জুলাই) সকাল সা‌ড়ে ১০টায় নিবন্ধিত দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের স‌ঙ্গে আলোচনায় ব‌সে সাংবিধানিক সংস্থা‌টি। দল‌টির আমীর হযরত মাওলানা হা‌ফেজ আতাউল্লাহ ইব‌নে হা‌ফে‌জীর নেতৃত্বে ১২ সদস্য ইসির সংলাপে অংশ নি‌য়ে‌ছেন।

প্রধান নির্বাচন ক‌মিশনার (সিইসি) কাজী হা‌বিবুল আউয়াল এতে সভাপ‌তিত্ব কর‌ছেন‌। এছাড়া ইসি স‌চিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত স‌চিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার ক‌মিশনারও সংলা‌পে উপস্থিত রয়েছেন।

সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গত ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগু‌লোর সঙ্গে সংলাপ শুরু ক‌রে ইসি। নিবন্ধিত ৩৯টি দলকে আমন্ত্রণ জানা‌নো হ‌লেও নির্বাচন ব্যবস্থায় অনাস্থাসহ নানা কারণে বিভিন্ন বি‌রোধী রাজনৈতিক দল ইসির ডা‌কে সাড়া দি‌চ্ছে না। এর ম‌ধ্যে দে‌শের অন্যতম বড় দল বিএন‌পিও সংলাপ বর্জন ক‌রে‌ছে।

আজ আ স ম আবদুর র‌বের নেতৃত্বাধীন জাতীয় সমাজতা‌ন্ত্রিক দল-‌জেএস‌ডি আমন্ত্রণ পে‌য়েও অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জা‌নি‌য়ে‌ছে।

সংলাপে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জন্য দুই ঘণ্টা করে সময় বরাদ্দ করা হয়। অন্য দলগুলোর জন্য বরাদ্দ এক ঘণ্টা করে।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মাথায় অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সম্পাদক, নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করেছে তারা।

Facebook
Twitter
LinkedIn