জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। হারারে স্পোর্টস গ্রাউন্ডে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। জয় দিয়েই আসর শুরু করতে চায় বাংলাদেশ। অন্যদিকে,সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়া জিম্বাবুয়েও বাংলাদেশের বিপক্ষে সাফল্য ধরে রাখার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই শক্তিশালী টাইগাররা। জিম্বাবুয়ে ও বাংলাদেশ সীমিত ওভারের ক্রিকেটে ১৬ বার মুখোমুখি হয়েছে। ১১ বারই জয় পেয়েছে টাইগাররা। ঘরের মাটিতেও বাংলাদেশের বিপক্ষে দাপট দেখাতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। নিজেদের মাঠে ৫টি টি-টোয়েন্টি খেলে ৩টিতেই হেরেছে বাংলাদেশের কাছে।
হারারে স্পোর্টস গ্রাউন্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে থাকছেন না সিনিয়র কোনো ক্রিকেটার। প্রথমবারের মতো স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে তারুণ্যনির্ভর বাংলাদেশ দল। লক্ষ্য জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে নিজেদের দাপট ধরে রাখা।
এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়া জিম্বাবুয়েও রয়েছে বেশ ফুরফুরে মেজাজে। বাংলাদেশ দলে সিনিয়র ক্রিকেটার না থাকার বিষয়টিকে নিজেদের সুযোগ হিসেবে দেখছে স্বাগতিকরা।
ক্রেইগ আরভিন বলেণ, বাংলাদেশ অবশ্যই শক্তিশালী দল। তবে এবার তাদের দলে অভিজ্ঞ ক্রিকেটার নেই। আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই। বাংলাদেশের বিপক্ষে সাফল্য পাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে।