সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে ২-৫ গোলে হেরে গেয়েছে বাংলাদেশের যুবারা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেই সময়ে স্বাগতিকরা আরো ৩ গোল করে।
এতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ভারত। শুক্রবার (৫ আগস্ট ) ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত মহারণ শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ফাইনালে অবশেষে খেলা শুরুর ২ মিনিটেই প্রাপ্ত পেনাল্টি থেকে এগিয়ে যায় স্বাগতিক ভারত। এরপর একের পর এক আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বাংলাদেশের যুবারা।
বিরতির ঠিক আগ মুহূর্তে রাজন গোল করে বাংলাদেশকে ম্যাচে ফিরে বাংলাদেশের যুবারা। সেই গোলের দেখা পায় বিরতির ঠিক এক মিনিট আগে। মো. রাজনের গোলে ম্যাচে সমতা ফিরিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। চলমান এই টুর্নামেন্টে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ এটি।