এশিয়া কাপের শুরুতেই নিজেদের দাপট দেখালো আফগানিস্তান। বল হাতে নিজেদের শক্তিমত্তা দেখানোর পর ব্যাটিং ক্যারিশমাও দেখালো শ্রীলঙ্কাকে। আর তাতেই খড়কুটোর মতো উড়ে গেছে শ্রীলঙ্কা। ৮ উইকেটের বিশাল জয়ে এশিয়া কাপ শুরু করলো মোহাম্মদ নবীরা।
বল হাতে ১০৫ রানে লঙ্কাবাহিনীকে অলআউট করার পর ১০৬ রানের লক্ষ্য পায় আফগানরা। পুরো ১০ ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হযরতুল্লাহ জাজাইরা।
শনিবার রাত আটটায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারের দুটি বল বাকি থাকতে ১৯.৪ ওভারে ১০৫ রানে অলআউট হয় দাসুন শানাকারা।
আফগানদের হয়ে ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন ফজল হক ফারুকী। আবার ইনিংসে শেষ ওভারের শেষ উইকেটটিও নেন তিনি। মোট ৩.৪ ওভারে ১১ রান খরচায় ৩ উইকেট নেন ফারুকী।
এরপরে মুজিব আর মোহাম্মদ নবী নেন দুটি করে উইকেট। নাভিন উল হক নেন একটি উইকেট। ভানুসকা রাজাপাকসে ও মহেশ থিকসেনা রান আউট হন।
লঙ্কানদের হয়ে ভানুকা রাজাপাকসে করেন ৩৮ রান। আর শেষ উইকেটে ফিরে যাওয়ার আগে চামিরা করুণারত্নে করেন ৩১ রান। এছাড়া বাকি একজন দুই অঙ্কের ফিগার দাঁড় করান গুনাথিলাকা (১৭)।
১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বল মাটিতে পড়তে দিচ্ছিলেন না দুই আফগান ওপেনার হজরতুল্লাহ জাজাই আর রহমানুল্লাহ গুরবাজ। এ দুজন পাওয়ার প্লের ৬ ওভারে রান তোলেন ৮৬!
১৮ বলে ৪০ রান করে গুরবাজ ফিরে গেলেও থামেননি জাজাই। ২৮ বলে ৩৭ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে ইবরাহিম জাদরান ১৫ রানের সময় রান আউটে কাটা পড়েন।
সংক্ষিপ্ত স্কোর
টস: আফগানিস্তান জয়ের পর ফিল্ডিং বেছে নেয়
শ্রীলঙ্কা: ১০৫/১০ (১৯.৪), রাজাপাকসে ৩৮, করুণারত্নে ৩১ ও গুনাথিলাকা ১৭। ফারুকী ১১/৩, নবী ১৪/২, মুজিব, ২৪/২।
আফগানিস্তান : ১০৬/২ (১০.১), গুরবাজ ৪০, জাজাই ৩৭, জাদরান ১৫। হাসারাঙ্গা ১৯/১।
ফলাফল: আফগানিস্তান ৫৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয়লাভ করেছে।