২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৬
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৪৬

ভারত-পাকিস্তান খেলা; পরিচালনার দায়িত্বে দুই বাংলাদেশি

আর কয়েক ঘন্টা পরই এশিয়া কাপের দ্বৈরথে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই চির প্রতিদ্বন্দ্বী মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন দুই বাংলাদেশি আম্পায়ার। 

এই ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন আরেক বাংলাদেশি গাজী সোহেল।

এই দুই দেশের খেলা মানেই উত্তেজনা ও ভিন্ন রকম এক চাপ। তবে সব চাপ সামলে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই বাংলাদেশি।

মাসুদুর রহমান এর আগে ৫৩টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে ৪১ ম্যাচে অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী মুকুল। তবে এবারই প্রথম ভারত-পাকিস্তান ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন।

Facebook
Twitter
LinkedIn