২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৩
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ১০:৫৩

ডিজেলের আগাম কর প্রত্যাহার

ডিজেলের আগাম কর প্রত্যাহার করার পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আজ রোববার (২৮শে আগস্ট) এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হয়ে এই বছরের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। 

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার গত ৫ই আগস্ট তেলের দাম বৃদ্ধি করে। এর প্রেক্ষিতে পরিবহন খরচ বৃদ্ধিসহ মূল্যস্ফীতি দেখা যায়। মূলত মূল্যস্ফীতি হ্রাসের লক্ষ্যে ডিজেলের ওপর থেকে শুল্কহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সে সময় ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়

Facebook
Twitter
LinkedIn